Friday, June 9, 2023

দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি লাগনোর জন্য শিক্ষকের বিরুদ্ধে মামলাঃ

 দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি লাগনোর জন্য শিক্ষকের বিরুদ্ধে মামলাঃ বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও তার অশ্লীল ছবি দেয়ালে সাঁটানোর অভিযোগে আনিছুর রহমান নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার  রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন,।


শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী প্রায় এক বছর আগে থেকে আনিছুর রহমানের কাছে প্রাইভেট পড়ত। গত ৪ ফেব্রুয়ারি আনিছুর রহমান প্রাইভেট পড়ানো শেষে সব শিক্ষার্থীকে বিদায় করে দিয়ে ওই ছাত্রীকে আলাদাভাবে পড়ানো শুরু করে। একপর্যায়ে আনিছুর স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে।

বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। গত ৬ জুন আনিছুর ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাটিয়ে দেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর থেকে আনিছুর রহমান পলাতক।

Good morning

 শুভ সকালঃ গতকালের বৃষ্টি জনমনে প্রশান্তি নিয়ে আসছে।এ যেন প্রকৃতির ভালবাসার রুপ। আমাদের অসংখ্য কৃত্রিম মাধ্যম আমাদেরকে সুস্থ পারে না। যতখন না সৃষ্টিকর্তার দয়ায় প্রকৃতি উজার হস্তে কিছু না দেন।


 


বাড়তে পারে আদালতের কোর্ট ফি

  বাড়তে পারে আদালতের কোর্ট ফিঃ পারিবারিক আদালত আইনের অধীন বিচারিক আদালতে হওয়া মামলার রায়ের বিরুদ্ধে জেলা জজ মর্যাদার অন্যান্য আদালতেও আপিল করার সুযোগ তৈরি হচ্ছে। এ ছাড়া পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকার প্রস্তাব করে সংসদে একটি বিল উঠেছে। জাতীয় সংসদে বুধবার (৭ জুন) এ বিল উত্থাপন করা হয়েছে। ‘পারিবারিক আদালত বিল, ২০২৩’ শিরোনামে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্যার।


স্বস্তির বৃষ্টিঃ

 স্বস্তির বৃষ্টিঃ আজ গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর একটু বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। রদ,বৃষ্টি মিলে- মিশেই প্রকৃতি। একাদারে রদ যেমন মানুষের জীবন যাপনে বাধা তেমনিভাবেই বৃষ্টি হলে একই।কিন্তু দুইটা সমন্বয় মানুষের জীবন যাপনের বড় উপাদান।  


Thursday, June 8, 2023

মেসির আগমন বার্তায় টিকিটের দাম বৃদ্ধি

মেসির আগমন বার্তায় টিকিটের দাম বৃদ্ধিঃ এখনো চুক্তি সই হয়নি মিয়ামির সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে আসার সম্ভাবনায় টিকিটের দাম বাড়লো জনপ্রিয়তা আর কিসে বিচার করবে ভক্তরা।  সে বিশ্ব ফুটবল যাদুকর মেসি। তার ফুটবল খেলা উপভোগ করবে সামনে থেকে দেখবে তাই যুক্তরাষ্ট্রের ভক্তরা আশার বানিতেই সন্তুষ্ট। হতে পারে জুন জুলাই দলবদল মেসির ঠিকানা যুক্তরাষ্ট্রের লিগে। 


জনপ্রিয় হয়ে উঠছে সৌদি লিগ

 জনপ্রিয় হয়ে উঠছে সৌদি লিগঃ ফুটবল ভক্ত বিশ্বের এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না। একটি সময় ফুটবল ভক্তরা শুধু ইউরোপের লিগ গুলোর খেলা উপভোগ করতো কিন্তু মিডিয়ার উন্নতি সব আমুল পরিবর্তন করেছে। 


এখন জনপ্রিয় সব দেশের খেলা মিডিয়া প্রচার করে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, বিখ্যাত সব ফুটবলার ইউরোপ লিগে খেলার কারণে তাদের জনপ্রিয়তা বেশি ছিল। এখন এশিয়ার দেশগুলোর লিগে সেই সব দেশের বিখ্যাত ফুটবলার আসার কারণে দিন দিন  এশিয়ার লিগের জনপ্রিয়তা বাড়ছে। এখন রোনালদো, করিম বেন্জামাদের মত ফুটবলারগন সৌদির বিভিন্ন দলে সাইন করার করণে এশিয়ার ফুটবল বিশ্বের সব জায়গায় পৌঁছে গেছে। হয়তো সামনে নেইমার ও মেশিরাও আসতে পারেন। ফলে সৌদি লিগ এখন বেশ জনপ্রিয়। 

জয়ের জন্য এগিয়ে অজিরাঃ

 জয়ের জন্য এগিয়ে অজিরাঃ চলছে ক্রিকেটের পুরোনো ফরমেটের শ্রেষ্টত্বের লড়াই যেখানে লড়াই করছে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত ও অষ্টেলিয়া। দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে অজিরাই। তাদের ৪০০+ টার্গেটে ১ম ইনিংসে ব্যাট করছে ভারত। কিন্তু ১৫০ রানেই ৫ উইকেট নেই তাদের। ফলে এখন দেখার পালা  কত দুর যেতে পারে ভারত। ক্রিকেট অনিশ্চিয়তার খেলা তাই শেষ পর্যন্ত দেখতে হবে কার হাতে উঠে হওয়ার মুকুট। 


তীব্র দাবদাহে দেশঃ

তীব্র দাবদাহে দেশঃ যখন মানুষ তার নিজের সল্পকালীন আরামায়েশ ভোগের জন্য এমন কোন কাজ করে যা ভবিষ্যতের কোন প্রভাব চিন্তা না করে করে।তখন প্রকৃতি৷ কেন ভাল ব্যবহার করবে। আজ বাংলাদেশের অবস্থা তেমনি। মানুষ শিল্প কারখানা তৈরী করে কিন্তু প্রকৃতি বাচানোর কোন পদক্ষেপ নেয় না। ফলে পরিবেশ ধ্বংসের দিকে যায়। আজ অনা বৃষ্টি, তীব্র দাবদাহ, বন্যা এর করণ। শিল্প কারখানার বর্জ নদীর পানি দূষিত করতেছে, মাছ জাতীয় প্রাণী ধ্বংস হচ্ছে।  এই জন্য দরকার জন সচেতনতা তৈরি করা। 


পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...