Thursday, June 8, 2023

জনপ্রিয় হয়ে উঠছে সৌদি লিগ

 জনপ্রিয় হয়ে উঠছে সৌদি লিগঃ ফুটবল ভক্ত বিশ্বের এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না। একটি সময় ফুটবল ভক্তরা শুধু ইউরোপের লিগ গুলোর খেলা উপভোগ করতো কিন্তু মিডিয়ার উন্নতি সব আমুল পরিবর্তন করেছে। 


এখন জনপ্রিয় সব দেশের খেলা মিডিয়া প্রচার করে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, বিখ্যাত সব ফুটবলার ইউরোপ লিগে খেলার কারণে তাদের জনপ্রিয়তা বেশি ছিল। এখন এশিয়ার দেশগুলোর লিগে সেই সব দেশের বিখ্যাত ফুটবলার আসার কারণে দিন দিন  এশিয়ার লিগের জনপ্রিয়তা বাড়ছে। এখন রোনালদো, করিম বেন্জামাদের মত ফুটবলারগন সৌদির বিভিন্ন দলে সাইন করার করণে এশিয়ার ফুটবল বিশ্বের সব জায়গায় পৌঁছে গেছে। হয়তো সামনে নেইমার ও মেশিরাও আসতে পারেন। ফলে সৌদি লিগ এখন বেশ জনপ্রিয়। 

No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...