Thursday, June 8, 2023

তীব্র দাবদাহে দেশঃ

তীব্র দাবদাহে দেশঃ যখন মানুষ তার নিজের সল্পকালীন আরামায়েশ ভোগের জন্য এমন কোন কাজ করে যা ভবিষ্যতের কোন প্রভাব চিন্তা না করে করে।তখন প্রকৃতি৷ কেন ভাল ব্যবহার করবে। আজ বাংলাদেশের অবস্থা তেমনি। মানুষ শিল্প কারখানা তৈরী করে কিন্তু প্রকৃতি বাচানোর কোন পদক্ষেপ নেয় না। ফলে পরিবেশ ধ্বংসের দিকে যায়। আজ অনা বৃষ্টি, তীব্র দাবদাহ, বন্যা এর করণ। শিল্প কারখানার বর্জ নদীর পানি দূষিত করতেছে, মাছ জাতীয় প্রাণী ধ্বংস হচ্ছে।  এই জন্য দরকার জন সচেতনতা তৈরি করা। 


No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...