Thursday, August 19, 2021

আরো একদিনের রিমান্ডে পরিঃ

আরো একদিনের রিমান্ডে পরিঃবাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে থাকা অভিনেত্রী পরীমনির আরও একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

আদালতে সিআইডির পক্ষ থেকে আবারো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। অন্যদিকে পরীমনির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেন জানিয়েছেন আইনজীবীরা।



আদালতের আদেশের পর বাইরে পরীমনির আইনজীবী অপেক্ষমান সংবাদকর্মীদের বলেন, “পরীমনি একজন প্রখ্যাত ব্যক্তি। সারাদেশের মানুষ তাকে চিনে। তিনি একজন নারী। এ জন্য জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না বলে আদালতে বলেছি। আদালত সব শুনে জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন” ।

গত ৪ঠা অগাস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে ওই বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে র‍্যাব।

No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...