Monday, August 16, 2021

আফগানদের আশ্রয় দিতে রাজি নয় ঢাকা

 আফগানদের আশ্রয় দিতে রাজি নয় ঢাকা: আপগানিস্তানের ক্ষমতার পালাবদলে বেশ কিছু আপগান নাগরিক দেশটি ত্যাগ করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করলে তাতে রাজি হয়নি । 


দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান রোববারই আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েছে। দেশটির অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান আবার ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে।শরিয়া আইন জারির করে তালেবান আবার নিপীড়ন চালাবে এই আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন। এমন মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর লোকারণ্য হয়ে উঠেছে। আবার পাকিস্তান সীমান্তেও ভিড় জমিয়েছে আফগানরা। 

No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...