বিশ্বের উচিত তালেবানকে পরামর্শ দেয়া ঃ
আরো চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত আফগানিস্তানে তালেবানকে পরামর্শ দেয়া, সমর্থন করা। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই একথা বলেছেন বলে ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে ওই প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাকে (তালেবান) আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। এতে পরিস্থিতি স্থিতিশীল হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানকে ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার না করা। দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিত। চীন ব্রিটেনের সাথে ভ্যাকসিন, চিকিৎসা এবং ভাইরাসের উৎপত্তিস্থল শনাক্তকরণে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক বলেও জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
No comments:
Post a Comment