Thursday, July 8, 2021

মহারণক্ষেত্রে ব্রাজিল বনাম আর্জেন্টিনাঃ

 মহারণক্ষেত্রে ব্রাজিল বনাম আর্জেন্টিনাঃ আসছে ১১ জুলাই ফাইনালে মুখমুখি ফুটবল দুনিয়াকে দুই ভাগে বিভক্ত করার লড়াই, ব্রাজিল চাইবে নিজ দেশের সম্মান রক্ষা করে কাপটি টানা দ্বিতিয় বার নিজেদের করে রাখতে অপর দিকে আর্জেন্টিনা শিরোপা খড়া কাটিয়ে কাপটি জয় করতে। শক্তির বিচারে কেউ পিছিয়ে নেই। দুই দলেই আছে তারকার ছড়াছড়ি , তবে নিজ দেশ হিসেবে কিছুটা সুবিধা পাবে ব্রাজিল তবে মেশি , আগুয়ারা ্ও ডিমারিয়াদের মতো তারকার সমন্বয়ে গড়া দল যে শিরোপার জোড় দাবি রাখে ! সব কিছুর সমাধান দেখতে বিশ্ববাসিকে তাকিয়ে থাকতে হবে ১১জুলাই মধ্যরাত হতে সকাল অবধি। 

No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...