Tuesday, May 25, 2021

আসছে ”ইয়াস” ভয়ংকর রুপে:

 

আসছে ”ইয়াস” ভয়ংকর রুপে:  আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় তৈরির আগে বেশ কয়েকটি ধাপ থাকে। অর্থাৎ নিম্নচাপ, গভীর নিম্নচাপ।


আমপানের বছর ঘুরতে না ঘুরতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ইয়াসেরও সম্ভাব্য অভিমুখ বাংলা-ওড়িশা। যার প্রভাবে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে। ১৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার। পরে ঝড়ের দাপট আরও বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে ইয়াস? কোথায়ই বা সে অবস্থান করছে? 

এই মুহূর্তে স্থলীয় উপকূল ২৫০ মাইল দুরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি। যদিও এখন ঘূর্ণিঝড়ের শক্তি তার মধ্যে সঞ্চারিত করছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় তৈরির আগে বেশ কয়েকটি ধাপ থাকে। অর্থাৎ নিম্নচাপ, গভীর নিম্নচাপ। এই মুহূর্তে ইয়াস রয়েছে গভীর নিম্নচাপ হিসাবে। তবে ৭-৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত আঘাত হানবে বলে ধারণা । এটি বাংলাদেশের উপকূলীয় এলাকা আঘাত করতে পারে মাঝারি আকারে। 

No comments:

Post a Comment

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...