Tuesday, May 25, 2021

আসছে ”ইয়াস” ভয়ংকর রুপে:

 

আসছে ”ইয়াস” ভয়ংকর রুপে:  আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় তৈরির আগে বেশ কয়েকটি ধাপ থাকে। অর্থাৎ নিম্নচাপ, গভীর নিম্নচাপ।


আমপানের বছর ঘুরতে না ঘুরতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ইয়াসেরও সম্ভাব্য অভিমুখ বাংলা-ওড়িশা। যার প্রভাবে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে। ১৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার। পরে ঝড়ের দাপট আরও বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে ইয়াস? কোথায়ই বা সে অবস্থান করছে? 

এই মুহূর্তে স্থলীয় উপকূল ২৫০ মাইল দুরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি। যদিও এখন ঘূর্ণিঝড়ের শক্তি তার মধ্যে সঞ্চারিত করছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় তৈরির আগে বেশ কয়েকটি ধাপ থাকে। অর্থাৎ নিম্নচাপ, গভীর নিম্নচাপ। এই মুহূর্তে ইয়াস রয়েছে গভীর নিম্নচাপ হিসাবে। তবে ৭-৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত আঘাত হানবে বলে ধারণা । এটি বাংলাদেশের উপকূলীয় এলাকা আঘাত করতে পারে মাঝারি আকারে। 

Thursday, May 13, 2021

ঈদ মোবারাক

 ঈদ মুসলিম জাতির মহা আনন্দের দিন । এই দিন সারা মাস রোজা শেষে সব মুসলমান এক স্থানে মিলিত হয়ে নামায আদায় করে পরে সবাই যার যার কোশল বিনিময় করে এবং নামায শেষে একে অন্যের বাড়িতে যায় -যা েএক আনন্দগন পরিবেশের
সৃষ্ট্রি করে। তাই এই দিনটি সবার নিকট অতিগুরুত্বপূর্ণ । 

Saturday, May 8, 2021

করোনায় মৃত্যু প্রায় ৩৩ লক্ষ


 করোনায় বিশ্বে মৃত্যু প্রায় ৩৩ লক্ষ:  



আসছে বর্ষা

 

কদম গাছে আসিতেছে কদমের মুকুল, শালিক বাসা বাধে উচু গাছের ঢালে, নদীর তীরে বইছে জোয়ারের বাতাস, সকলি তুমি বর্ষা, আসবে তুমি আসবে।সেই সৃর , সেই আভাস। নদীতে আসছে যৌবন, ভাসছে কচুরি, ছোটছে মাঝি কোথায় যাবে কখন ফিরবে সেতো তার নেই জানা আসছে বর্ষা।

দীর্ঘ ৮ বছরের রেকর্ড তাপমাত্রা ৪২ ডিগ্রি সে:

 দীর্ঘ ৮ বছরের রেকর্ড তাপমাত্রা ৪২ ডিগ্রি সে:
                                                            বিশ্বের পরিবেশ পরিবর্তনের কারনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, পরিবেশ বিশ্লেষকগনের ধারণা মতে অতিরিক্ত ভাবে বন কর্তন ও বেহিসেবি শিল্প কারখানার ধুয়ার কারনেই পরিবেশের এই পরিবর্তন আরো কারণ বলতে উন্নত বিশ্বের প্রতিযোগিতামূলক রাসয়নিক যুদ্ধ সরঞ্জাম তৈরি যার ফলে বায়ু মন্ডলে পরিবর্তন। এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে আগামি ৫০ বছরের মধ্যে বিশ্বে নিন্ম অঞ্চলগুলো বেশির ভাগই পানিতে প্লাবিত হবে, কারণ বেশি তাপমাত্রার কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু হবে।

পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...