সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়ঃ মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি জিতেছে লিভারপুল।
বুধবার দিবাগত রাতে গুডিসন পার্কে এভারটনকে তারা হারিয়েছে ৪-১ গোলে।এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে অলরেডরা। ১৪ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে।
রিয়াল মাদ্রিদের কষ্টের জয়ঃ অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে কষ্টে জিতেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার গোলে তারা ১-০ গোলে হারিয়েছে বিলবাওকে।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে তাদের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে লস ব্লাঙ্কোসরা এগিয়ে গেছে ৭ পয়েন্টে।
১৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। আর ১৪ ম্যাচ থেকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর সংগ্রহ ২৯ পয়েন্ট। ১৫ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক বিলবাও আছে অষ্টম স্থানে।
উড়তে থাকা পিএসজিকে রুখে দিয়েছে নিসঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়তে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি) রুখে দিয়েছে নিস।
বুধবার দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি। লিগে এটা পিএসজির দ্বিতীয় ড্র। অন্যদিকে নিসের চতুর্থ।
এই ড্রয়ে ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসি-ডি মারিয়ারা। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিস। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেলি।
সুত্র-নিউজ ডেক্স