দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি লাগনোর জন্য শিক্ষকের বিরুদ্ধে মামলাঃ বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও তার অশ্লীল ছবি দেয়ালে সাঁটানোর অভিযোগে আনিছুর রহমান নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন,।
শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী প্রায় এক বছর আগে থেকে আনিছুর রহমানের কাছে প্রাইভেট পড়ত। গত ৪ ফেব্রুয়ারি আনিছুর রহমান প্রাইভেট পড়ানো শেষে সব শিক্ষার্থীকে বিদায় করে দিয়ে ওই ছাত্রীকে আলাদাভাবে পড়ানো শুরু করে। একপর্যায়ে আনিছুর স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে।
বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। গত ৬ জুন আনিছুর ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাটিয়ে দেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর থেকে আনিছুর রহমান পলাতক।